পরীস্থান ও সেলিম পাঞ্জাবিকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:৩৯ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে দুই নামকরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান পরীস্থান ও সেলিম পাঞ্জাবি মিউজিয়াম হাতেনাতে ধরা পড়েছে।

অভিযোগ—তারা বাংলাদেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল।

শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

সেলিম পাঞ্জাবি মিউজিয়াম: বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে বিক্রির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, দেশি-বিদেশি কোনো ক্রয় ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরীস্থান: একই ধরনের প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ক্রয় ভাউচারের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিল বলে অভিযানে উঠে আসে।

পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানিকেও জরিমানা

অভিযানে ‘পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি’ নামের একটি রেস্টুরেন্টকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ দধিতে ময়লা আবর্জনা পাওয়ায় এ শাস্তি দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচ