মনপুরায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

মনপুরা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৮:৩৯ পিএম

ভোলার মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার হাজীর হাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা কার্যালয়ের সামনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা সহকারি অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ রাকিবুল ইসলাম।

দলীয় সংগীত পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মো. আলাউদ্দিন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা সভাপতি মুফতি মো. এনায়েতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম।

এছাড়া বক্তৃতা প্রদান করেন উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুছ, উপজেলা মারকাজ মসজিদের খতিব মুফতি মো. ইউছুফ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহিম, সহ-সভাপতি হাফেজ মাওলানা শিহাব উদ্দিন মনপুরি, মুফতি হারুন আর রশিদ প্রমুখ।

ইফতার মাহফিলের শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো. মফিজুল ইসলাম।

ইএইচ