বগুড়ায় হানিফ পরিবহনের ধাক্কায় যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১১:৫৪ পিএম

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. অন্তর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরের বিরইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত অন্তর হোসেনের বাড়ি মাগুরা জেলার শালিখা থানার ছানি আড়পাড়া গ্রামে। তার বাবার নাম মো. আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অন্তর হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ১৫ মিনিটে তিনি মারা যান।

এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ইএইচ