অভয়নগরে জমি দখল করে ‘জোরপূর্বক’ ঘর নির্মাণের অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০১:০৩ পিএম

যশোরের অভয়নগরে প্রতিবেশী কর্তৃক একই পরিবারের তিন নারী সদস্যকে মারপিটের পর বসতঘর ভাঙচুর ও জমি দখলসহ জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে। এ দিন সন্ধ্যায় ভুক্তভোগী আরতি ধর বাদি হয়ে হামলা ও দখলকারীদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন— ডাঙ্গামশিয়াহাটী গ্রামের মৃত রবিন ধরের দুই ছেলে উত্তম ধর ও রিপন ধর এবং তাদের মা চঞ্চলা ধর।

ভুক্তভোগী আরতি ধর বলেন, ‘জমিজমার বিষয়কে কেন্দ্র করে শনিবার সকাল ১০ টার দিকে প্রতিবেশী মৃত রবিন ধরের দুই ছেলে উত্তম ধর ও রিপন ধর এবং তাদের মা চঞ্চলা ধর আমার বাড়িতে আসে। বাড়িতে আসার কারণ জানতে চাইলে তারা গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা আমার মাটির বসতঘর ভাংচুর শুরু করে।

এসময় প্রতিবাদ করলে আমাকেসহ মৃত সচীন মজুমদারের স্ত্রী কল্পনা মজুমদার ও মৃত সূরেশ ধরের স্ত্রী নীলাধরকে পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, ‘হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখি ভাঙচুর করা বসতঘরের স্থান জবর দখল করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আমি একজন অসহায় নারী সঠিক বিচারের আশায় তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।’

অভিযুক্ত উত্তম ধর বলেন, ‘আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই জমি ও মাটির ঘর আমাদের। যে কারণে ঘরটি ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। কোনো মারপিটের ঘটনা ঘটে নি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘সুন্দলী ইউনিয়নে মারপিট, বসতঘর ভাঙচুর ও জোরপূর্বক ঘর নির্মাণের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিআরইউ