সাদুল্লাপুরে আওয়ামী লীগ নেতা শাহরিয়ার গ্রেপ্তার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০১:৩০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন বিপ্লব কে চলমান ডেভিল হান্ট অভিযানে আটক করেছেন যৌথ বাহিনী।

শনিবার ১৫ মার্চ  রাত্রি ৯ টার দিকে তারাবির নামাজের পর  উপজেলার চার মাথা মোড় থেকে তাকে আটক করা হয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও  বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক কে আটকের বিষয়টি নিশ্চিত করেন,সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্ক অফিসার ইনচার্জ নিশ্চিত করতে পারেননি।

আটক সাহারিয়ার খান বিপ্লব কে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


বিআরইউ