কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৪:০১ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মহর আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয়রা ও পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মহর আলী শিশুটিকে চকলেট কিনে দেবার কথা বলে একটি বাগানে নিয়ে যান। সেখানে শিশুটিকে কোলে বসিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এই সময় শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন, বৃদ্ধকে আটক করেন। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মহর আলিকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের এসআই মনির জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু করে অভিযুক্তকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, তারা মনে করেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। স্থানীয়রা এসব ঘটনার লম্বা সময় ধরে বিরোধিতার জন্য সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

ইএইচ