বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হলরুমে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বক্তব্য দেন- সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রিন্সিপাল নুর বখত, অধ্যাপক মোখলেছুর রহমান, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ দবির উদ্দিন, শিক্ষক দেওয়ান এনামুল, নুর নবী, সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। তাদের জাতীয়করণের মাধ্যমে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা দরকার। সরকারি সুবিধা ও মর্যাদা লাভের জন্য চাকরি জাতীয়করণই একমাত্র সমাধান বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, এই দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যোগ দিতে হবে। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এ দাবি আদায়ের জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
ইএইচ