গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসে ৫০ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা যোগদান করেছেন।
রোববার বিকালে তারা যোগদান করেছেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম তার নিজ কার্যালয়ে নব-যোগদানকৃত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষায় তারা নির্বাচিত হন। বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের নিয়োগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছিল। তবে সম্প্রতি মহামান্য হাইকোর্ট নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানে নির্দেশ প্রদান করেন।
শিক্ষকদের যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক এস এম ফাতেমা, সোহরাব রুস্তম, রতন কুমার সেন, আরিফুর রহমান প্রমুখ।
ইএইচ