তাহিরপুরে মডেল মসজিদ: ৫ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৩:৪৯ পিএম

নির্ধারিত সময়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ার পেছনে বন্যা, করোনা ও সময়মতো অর্থের যোগান না হওয়াকে দায়ী করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে চলতি বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত এক কর্মকর্তা।

জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে তাহিরপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের এপ্রিলে। এর কাজ পায় বিশ্বাস বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাহিরপুর উপজেলা সদরে ৯ শতক জায়গায় তিনতলা বিশিষ্ট এই আধুনিক ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ১১ কোটি টাকা। ২০২৩ সালের দিকে নির্মাণ কাজে ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা থেকে বিরত থাকতে চিঠি দেয় এবং চুক্তি থেকে সরে আসে সুনামগঞ্জ গণপূর্ত অফিস। পরে প্রতিষ্ঠানটি আদালতের দ্বারস্থ হলে ২০২৫ সালেন জুন মাসে কাজটি শেষ করতে সময়সীমা বেঁধে দেয়।

সুনামগঞ্জ গণপূর্ত অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান হোসেন বলেন, এখনও নির্মাণ কাজ খুবই ধীরগতিতে চলছে। কাজটি শেষ না হওয়ায় একদিকে যেমন মুসল্লিরা মসজিদটা ব্যবহার করতে পারছেন না অন্যদিকে আমরাও কাজটা সম্পূর্ণ বুঝে পাচ্ছি না।

বিআরইউ