ফরিদপুরে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ও জেলা ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুত্তাকিন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. আসাদুজ্জামান) জানান, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাইন ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মুত্তাকিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মোট ৬ জন আসামির মধ্যে এর আগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মুত্তাকিনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ