আখাউড়ায় ৪ লাখ টাকাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৫:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাস্তায় এলোপাতাড়ি মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে এক মহিলার নিকট থেকে ৪ লাখ টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা তবে ঘটনার সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার বিকালে আখাউড়া থানা পুলিশ টাকাসহ ফারুক ভুইয়া (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিবনগরের শরীফা বেগম (৩৫) জমি বিক্রির ৪ লাখ টাকা নিয়ে তার পিত্রালয়ে রওয়ানা হয়। স্থানীয় কর্মমঠ স্কুলের সামনে গেলে রাস্তায় তার সিএনজি চালিত অটোরিক্সা আটকে একদল ছিনতাইকারী টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার জন্য হামলা চালায়। এসময় অন্যান্য যাত্রীদের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার জন্য শরীফা বেগমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে অস্ত্রের ভয়ে দেখিয়ে মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে মহিলা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহযোগিতায় বিকাল ৩টার দিকে উপজেলার ধর্মনগর এলাকা থেকে ছিনতাইকৃত চার লাখ টাকাসহ ছিনতাইকারী ফারুক ভুইয়াকে গ্রেফতার করে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, এ ঘটনায় শরীফা বেগম বাদী হয়ে থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ছিনতাইকারীকে আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিআরইউ