ভাটির বাঘ শমসের গাজীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি, `শমসের গাজী একাডেমি` প্রতিষ্ঠা, সড়ক ও ভবনের নামকরণসহ সাত দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে শমসের গাজী চর্চা কেন্দ্র ফেনী।
এছাড়া ফেনী সরকারি কলেজের ভবনের নামকরণের দাবিতে কলেজ অধ্যক্ষ বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।
সাত দফা দাবির মধ্যে আরও রয়েছে— মহিপালে শমসের গাজীর স্মৃতিস্তম্ভ স্থাপন, ফেনী-ছাগলনাইয়া সড়কের নামকরণ, গ্রন্থাগার প্রতিষ্ঠা, শমসের গাজীর নামে বিশ্ববিদ্যালয়সমূহে সম্মাননা চেয়ার ও বৃত্তি চালু করা এবং জেলা প্রশাসনের উদ্যোগে শমসের গাজীর স্মারক জীবনী প্রকাশ করা।
বুধবার সকালে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খন্দকারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন শমসের গাজী চর্চা কেন্দ্রের নেতৃবৃন্দ।
শমসের গাজী চর্চা কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ফেনী জেলা সাধারণ সম্পাদক লায়ন মোর্শেদ হোসেন, উপাধ্যক্ষ এস.এম. মাছুম বিল্লাহ, কবি হেলাল শাহাদাত, কবি মুস্তাফা মুহিত, ব্যাংকার সৈকত ইকবাল, অধ্যাপক রিজওয়ানুল খায়ের, রফিকুল ইসলাম কিরণ, সাংবাদিক হাবীব মিয়াজী, যুব নেতা এস.এম. ইব্রাহিম সোহাগ, নাজিম সৌরভ, ফেনী ইউনিভার্সিটির কর্মকর্তা সালেহা আক্তার রিফা, নারী উদ্যোক্তা নাজরানা হাফিজ চৌধুরী অম্লান, হুরে জান্নাত, নাজমা আক্তার ও ফারহানা ইয়াসমিন প্রমুখ।
ইএইচ