কালুখালীতে ৩ ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদরাসা শিক্ষক আটক

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৬:৫৬ পিএম

রাজবাড়ীর কালুখালীতে ৩ ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে কালুখালী থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া থেকে তাকে আটক করা হয়।

আটক মাদরাসা শিক্ষকের নাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

এ ঘটনায় কালুখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেলজার হোসেনের পুত্র।

মামলা সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার ৩ জন ছাত্রকে ধর্ষণের চেষ্টা করে আসছিলেন তিনি। ঐ ছাত্ররা অভিভাবকদের না জানালেও স্থানীয়রা টের পেয়ে মঙ্গলবার রাতে মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাদরাসা শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

বুধবার ঐ ছাত্রদের পরিবার কালুখালী থানায় অভিযোগ দায়ের করলে মাদরাসা শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে।

এ ব্যাপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহম্মদ জাহেদুর রহমান জানান, ছাত্রদের পরিবার অভিযোগ করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এ ঘটনায় একটি মামলা রেকর্ড হয়। আব্দুল্লাহ আল মামুনকে রাজবাড়ী কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইএইচ