মহেশপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:২১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এলাকার সুধী জনদের সম্মানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মহেশপুর উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

এ সময় আরও বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর ফকির আহম্মেদ মাষ্টার, নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দারবাড়ীয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস শুকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মহেশপুর পৌর আমীর লুৎফর রহমান, থানা কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, "আগামী দিন এ দেশে কুরআনের পতাকা উড়বে, এবং সেটা বেশিদূরে নয়, ইনশাআল্লাহ ২০২৫ সালেই আমাদের বিজয় হবে। ইতিমধ্যে সব ইসলামী দল যারা কোরআনের পক্ষে কথা বলে তারা এক হতে শুরু করেছে। আগামী দিন যদি মহেশপুর কোটচাঁদপুরবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে কোনো দখলবাণিজ্য বা চাঁদাবাজি হবে না। তিনি সবাইকে নিয়ে এ অঞ্চলের দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস নিশ্চিত করবেন।"

ইএইচ