থাই ডায়াপার কোম্পানি চট্টগ্রাম জোনের সেলস ম্যানেজার মোহাম্মদ ইকবালের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ম্যানেজার মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র ব্যাংক কর্মকর্তা আনোয়ার চৌধুরী, গণমাধ্যম কর্মী মামুনুর রশিদ ও বিশিষ্ট রাজনৈতিক নেতা আব্দুল্লাহ আল নোমানসহ কোম্পানির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইকবাল বলেন, আমাদের কোম্পানির সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কঠোর পরিশ্রম ও মেধার বিনিময়ে আমাদের কোম্পানি থাই ডায়পারকে একটি ভালো জায়গায় নিতে সক্ষম হয়েছি। আবার আমাদের কোম্পানির কাছে কৃতজ্ঞ। এই কোম্পানির মাধ্যমে আজকে আমাদের অনেকের পরিবার সুন্দরভাবে চলতে পারছে। থাই ডাইপারের সাথে বিক্রেতা ও ক্রেতাসহ সকলের ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, আপনারা আরও সফলতা অর্জন করেন। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবো।
মাওলানা হাবিবউল্লাহের মোনাজাত শেষে সকলে ইফতার গ্রহণ করেন।
ইফতার মাহফিলে কোম্পানির পরিবেশক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রাকিবুল হাসান, মো. এমতিয়াজ উদ্দীন, মো. জান্নাত, মো. মোস্তাকিম, মো. ইউসুফ, মো. সাব্বির, শহিদুল ইসলাম নান্টু, মো, আজম, মো. সফিউল্লাহ।
মাহফিলে কোম্পানির বিক্রি বৃদ্ধি ও সফলতার জন্য দোয়া করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন সাহেব ও এজিএম এফ কে মামুন সাহেবের নেক হায়াত বৃদ্ধি জন্য।
ইএইচ