অপহরণের ছয়দিন পর ব্যবসায়ী উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৪:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ছয়দিন পর ব্যবসায়ী নয়ন দাসকে (২৬) উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। নয়ন উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে।

নাসিরনগর থানা ওসি মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, নয়ন দাসকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারের ব্যাপারে বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।

জানা যায়, গত রোববার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে ফান্দাউক বাজার থেকে অপহরণ করা হয় ব্যবসায়ী নয়ন দাসকে। সকালে দোকানে যাওয়ার পরপরই মাইক্রোবাসে করে কিছু অপরিচিত লোক এসে নয়নের পরিচয় নিশ্চিত হয়ে তাকে গাড়িতে করে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল নয়ন দাস। অপহরণের পর চক্রটি নয়ন দাসের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানার পর থেকেই নয়ন দাসকে উদ্ধারে অভিযান শুরু করে নাসিরনগর থানা পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গত ছয় দিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয়ন দাসকে উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ফান্দাউক গ্রামের জানু মিয়ার ছেলে মিলন মিয়ার সাথে ব্যবসায়িক বিরোধ ছিল নয়ন দাসের। নয়নকে শিক্ষা দিতেই মিলন তার ঘনিষ্ঠজন জানু মিয়ার ছেলে মিলন মিয়ার (২৫), সহযোগিতায় নয়নকে অপহরণ করে।

উদ্ধার শেষে নয়ন দাসকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

ইএইচ