পূবাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৫:০০ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইলের খিলগাঁও এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত গৃহবধূ আখি আক্তার, সোহেল নামের এক ব্যক্তির স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পারিবারিক কলহের কারণে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর আখি আক্তারকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।

এলাকাবাসীর মতে, সোহেলের বোন রুমার সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত আখি আক্তারের। সর্বশেষ, আখি আক্তার গ্যাস সিলিন্ডার কেনা নিয়ে রুমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে কিছুদিন আগে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আখি আক্তার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও কিছুদিন পর তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। তবে ১৯ মার্চ বুধবার সকালে এলাকাবাসী আখি আক্তারের মৃত্যুর খবর জানতে পারে।

এ ঘটনার পর তড়িঘড়ি করে জানাজা ও আখির পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। বুধবার দুপুরে সোহেলের বাড়িতে গিয়ে আখির লাশ দেখতে না পাওয়ার পর সাংবাদিকরা হাসিখুশি অবস্থায় আখির শাশুড়ী ও বড় বোন রুমাকে দেখেন। আখির সন্তানদের বিষয়ে জানতে চাইলে সোহেলের মা সাংবাদিকদের জানান, "একটি মেয়ে নানি নিয়ে গেছে, উনি লালন-পালন করবেন, আর একটি আমি রাখছি।" এ সময় তাদের হাস্যউজ্জ্বল মনোভাব দেখা যায়।

হাসপাতালে মৃত্যুর ঘটনা হলেও ভর্তি বা ডেথ সার্টিফিকেট দেখাতে অস্বীকার করেন সোহেলের বোন রুমা। এই বিষয়টি নিয়ে এলাকায় রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, "এ ব্যাপারে নিহতের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবে। সে ক্ষেত্রে লাশ উত্তোলন করতে হতে পারে। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিব। এছাড়া শাহাবাগ থানা তাদের বিনা ময়নাতদন্তে ছাড়িয়ে দিয়েছে।"

ইএইচ