গাজীপুরের পূবাইলের মাজুখান নিমতলী এলাকায় লরি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টায় পূবাইল থানাধীন টঙ্গী-কালিগঞ্জ সড়কের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক হানিফ মিয়া (৩৫), তার বাড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় এবং সাব্বির আলম (২৭), তার বাড়ি ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান দক্ষিণপাড়া এলাকায়। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার এসআই রফিকুল জানান, টঙ্গী থেকে পাঁচজন যাত্রী নিয়ে মিরের বাজারের দিকে আসছিলেন দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি। মাজুখান পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে লরি এবং অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
ইএইচ