মির্জাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের ১০ লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০১:৪২ পিএম
মির্জাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের ১০ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযানে চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.বি.এম আরিফুল ইসলাম এ জরিমানা করেন।

শনিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত মির্জাপুর উপজেলার আজগানা, পলাশতলীসহ কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন, আজগানা ইউনিয়নের রাজীব (৫ লাখ টাকা), বেলতৈল গ্রামের আহাদ (২ লাখ টাকা), পলাশতলী গ্রামের সারোয়ার (২ লাখ টাকা), এবং একই গ্রামের হৃদয় (১ লাখ টাকা)।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পুলিশ, এবং সেনাবাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, অবৈধভাবে পাহাড়ী লাল মাটি ভ্যেকু মেশিন দিয়ে কেটে বিক্রি করা হচ্ছিল, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

AddThis Website Tools