মাদারীপুর জেলা মৎস্যজীবী দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৬:৪৬ পিএম
মাদারীপুর জেলা মৎস্যজীবী দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মাদারীপুর জেলা মৎস্যজীবী দল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। শনিবার চরমুগরিয়া বিএনপি’র কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি সায়েম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন খানের উপস্থাপনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম। নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মৎস্যজীবী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালায়েত হোসেন লিটু বেপারী, মো. শহিদুল হাওলাদার, ওবায়দুর রহমান পলাশ, মো. নুর আলম, হান্নান হাওলাদার, জলিল শিকদার, ইলিয়াস হোসেন, নুরুজ্জামান মোল্লা, লিটন তালুকদার, গিয়াস উদ্দিন সরদার, সত্তার উকিল, সোহাগ ফকির, জাকির তফাদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

আরএস


 

AddThis Website Tools