অনার্স পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে

মির্জাগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৭:৪৮ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলার দুইটি কলেজের শতাধিক সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন বরিশাল - বাকেরগঞ্জ - বরগুনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুইটি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ১৭ মার্চ সুবিদখালী সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা কেন্দ্র সরিয়ে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে কাঠালতলী আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজে নেয়া হয়। সুবিদখালী সরকারি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজের আমরা শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। উপজেলার প্রাণকেন্দ্র সুবিদখালীতে সুবিদখালী সরকারি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজ থাকতেও উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন স্থাপিত কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা ভালো নয় এটি উপজেলার সর্বশেষ প্রান্তে একটি গ্রামে অবস্থিত হওয়ায় এখানে কোন প্রকার খাওয়া- দাওয়ার সু-ব্যবস্থা পর্যন্ত নেই। উপজেলার সুবিদখালী সরকারি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজের অসংখ্য নারী শিক্ষার্থী অন্তঃসত্ত্বা অবস্থায় ২০ কিলোমিটার লম্বা পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা খুবই কষ্টকর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহ বিকেলে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা থেকে ২০ কি. মি. দূরে কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার পরে ফিরতে সন্ধ্যা হবে আর আমরা নারী শিক্ষার্থীরা দেশের সার্বিক পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতার আশঙ্কা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনৈতিক সিদ্ধান্ত কোনোভাবেই আমরা দুই কলেজের শিক্ষার্থীরা সমর্থন করি না, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা কেন্দ্র পুনরায় ফেরত আনা না হলে আমরা শিক্ষার্থীরা রমজানের পরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। অনতিবিলম্বে কেন্দ্র পরিবর্তনের দাবি জানাই।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সুবিদখালী সরকারি কলেজের শিক্ষার্থী মো. জাহিদ হাসান, মো. সাব্বির ফরাজী, অর্জুন ঋষি, সুবিদখালী মহিলা কলেজের শিক্ষার্থী মোসা. জেসমিন প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সাথে দেখা করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, অনার্স পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করেছি এবং স্মারকলিপি প্রেরণ করে দিয়েছি।

আরএস