কুড়িগ্রামে জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে মাসব্যাপি দুধ ও ডিম বিক্রি

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:০৫ পিএম

কুড়িগ্রামে জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে মাসব্যাপি দুধ ও ডিম বিক্রি অব্যাহত রয়েছে।

দুধ,ডিমসহ নিত্যপণ্যের মূল্য বৃ্িদ্ধর কারণে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের রমজানের রোজা রাখতে শুরু থেকে বেগ পেতে হচ্ছিল। এ জন্য পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম রোজার শুরু থেকে মাসব্যাপি এই কর্মসূচি গ্রহণ করা হয় ।

রোববার দুপুর দুইটা থেকে জেলার পৌরসভা এলাকার ভকেশনাল মোড়,জেলা জজ কোর্ট মোড়,কলেজ মোড়,ত্রিমোহনী,জিয়া বাজার,আদর্শ পৌর,সবুজ পাড়াসহ বিভিন্ন মোড়ে মোড়ে এবং বাজার এলাকার আশে পাশে প্রাণিসম্পদ বিভাগের ট্রাকে করে এ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। ।

স্বল্পমুল্যে ডিম ও দুধ পেয়ে জেলা শহরের অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষজন অনেক খুশি হয়েছে।

জেলা প্রাণি সম্পদ বিভাগের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.হাবিবুর রহমান জানান, প্রত্যেককে এক লিটার দুধ ৭০ টাকা হিসেবে সর্বোচ্চ তিন লিটার ও এক ডজন ডিম প্রতিটি সাড়ে ৯টাকা হিসেবে কিনতে স্বল্পমুল্যের ক্রেতাগণ পুরো রমজান জুড়ে এসব পণ্য কেনার সুযোগ রয়েছে। আমরা রমজানের শেষ ও ঈদের পুর্ব মুহুর্ত পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখব।

আরএস