নীলফামারীতে মোবাইল কোর্টের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা জরিমানা

আল-আমিন,নীলফামারী প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৯:০৮ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের মোবাইল কোর্টের মাধ্যমে নিরাপদ খাদ্য  আইনে মঈন এগ্রো প্রা. লিমিটেডকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড জরিমানা  করেছেন।

রবিবার (২৩ মার্চ)সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ্র এর নেতৃত্বে  নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী  জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীন , উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  আলতাফ হোসেন ও নমুনা সংগ্রহ সহকারী মো. মোস্তফা কামাল। 

উক্ত আদালতের মাধ্যমে  মঈন এগ্রো প্রা. লিমিটেডকে  অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন (ধারা-৩৯)  অনুসারে ১ লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। এ আদালতে সার্বিক সহযোগিতা প্রদান করেন নীলফামারী জেলা পুলিশ এর একটি  চৌকস দল।

আরএস