সাঘাটায় প্রশিক্ষণার্থীদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৪:১৩ পিএম

গাইবান্ধার সাঘাটায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের লটারির মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা হলরুমে এ কার্যক্রম পরিচালিত হয়।

এই কার্যক্রমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মনসহ জাতীয় মহিলা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লটারির মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়, যাতে প্রকৃত ও আগ্রহী নারীরা প্রশিক্ষণের সুযোগ পান। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ কার্যক্রম নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিআরইউ