পাবনার ভাঙ্গুড়ায় বিষমুক্ত টমেটো আবাদ করে সাফল্য অর্জন করেছেন কৃষক হাসিনুর রহমান হাসু।উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে একবিঘা কৃষি জমিতে তিনি টমেটোর আবাদ করেন।
সরেজমিনে দেখা যায়, ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করছেন কৃষক হাসু। গাছ থেকে টমেটো তুলে প্লাস্টিকের ক্যারেটে রাখা হচ্ছে। ক্ষেত থেকে তোলা টমেটো ৫টি প্লাস্টিকের ক্যারেটে ভর্তি করা হয়। প্রতিটি ক্যারেটে ১০ কেজি করে টমেটো ছিলো। সে হিসেবে প্রায় ৫০ কেজি পর্যন্ত টমেটো পান তারা।
একান্ত আলাপচারিতায় কৃষক হাসু জানান, প্রথম থেকেই জমিতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। এখন তার লাগানো প্রতিটি গাছে টমেটো ধরেছে প্রচুর। সপ্তাহে তিন থেকে চারদিন তিনি ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে বিক্রি করছেন। এতে এ পর্যন্ত তার ২০ হাজার টাকার টমেটো বিক্রি হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মৌসুমে তিনি ৩০-৩৫ হাজার টাকা বিক্রি করতে পারবেন। এতে সব খরচ বাদ দিয়ে তার ২৫-৩০ হাজার টাকা লাভ হবে বলে আশাবাদী তিনি।
উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান সবুজ বলেন, আলোর ফাঁদ ব্যবহার করে খেতের পোকা দমন এবং কীটনাশক ব্যবহার ছাড়াই টমেটো উৎপাদন করেছেন কৃষক হাসু। এই টমেটোর চাহিদাও প্রচুর রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, খানমরিচ ইউনিয়নের কৃষক হাসু বিষমুক্ত টমেটো চাষে সফল হয়েছেন। বাজারে এ সবজির চাহিদা অনেক বেশি। সবাই তার মতো করে সবজি চাষ করলে লাভবান হতে পারবেন। আবার তার সবজি চাষ দেখে এলাকার অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, বিষমুক্ত সবজি ও ফল উৎপাদনে কৃষক হাসিনুর রহমান হাসু সাফল্য পেয়েছে। এসব কৃষকদের জন্য সার, বীজ ও অন্যান্য সহায়তা বাড়াতে কৃষি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরইউ