বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) শরীয়তপুর সদর উপজেলার মনোহর মোড়ের ঐতিহ্যবাহী মাটির হাড়ি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও মতবিনিময়ে অংশ নেন-জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।
শরীয়তপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত কাউসার সভাপতিত্বে, জেলা স্কুল সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কামরুজ্জামান এর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার নায়েবে আমির কে.এম মকবুল হোসাইন,সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলার সাবেক সভাপতি সাইয়েদ মনিরুজ্জামান,বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ হাবিবুর রহমান হাবিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির ।
অনুষ্ঠানে শিবির নেতারা সত্য সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরে সাংবাদিকদের গুজব রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বিআরইউ