রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১০টায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের (রিইব) উদ্যোগে কাকনহাট প্রকল্প অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত আরটিআই দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রকল্পের এনিমেটর নৃপেন্দ্রনাথ মাঝির সভাপতিত্বে এবং সুধা টপ্প্য’র সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সভায় লিপি টুডু তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া, অনলাইনে ঢাকা অফিস থেকে সভায় যোগ দেন প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা তথ্য অধিকার আইনের প্রয়োগ সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করেন, যা আয়োজকদের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়।
কর্মসূচির শেষ অংশে ছাত্র-ছাত্রীরা তথ্য অধিকার আইন সংক্রান্ত আবেদন ফরম পূরণ করেন।
ইএইচ