পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৭:৫৯ পিএম

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ফরিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-বদলগাছী সড়কের খিরশীন মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল ইসলামের বাড়ি জেলার ধামইরহাট উপজেলার লক্ষ্মণপাড়া গ্রামে।

আহত ফরিদুল ইসলামকে স্থানীয়রা পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘোষনগর ইউনিয়নের খিরশীন মোড়ে একটি লোডবাহী মিনি পিকআপ এবং মোটরসাইকেল আরোহী যুবকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফরিদুল ইসলাম নিহত হন।

ইএইচ