বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ১১:১৪ পিএম

বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এদিন সকাল ৬টায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ ও জাতীয় পার্টি পর্যায়ক্রমে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এছাড়া, বেলা ১১টার দিকে বরিশাল মহানগর বিএনপির একটি বিশাল মিছিল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করে।

দিনব্যাপী স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরতে বরিশালে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের স্বাধীনতা দিবসে জনসম্পৃক্ততার বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন বলেন, "আশা করি, আগামী বছর স্বাধীনতা দিবসে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং প্রশাসন যথাযথ ভূমিকা পালন করবে।"

ইএইচ