ভেড়ামারায় নতুন পোশাকে হাসি ফুটলো এতিম শিশুদের মুখে

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০২:২৬ পিএম

নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী উপহার পেয়ে ভেড়ামারার এতিম শিশু ও হতদরিদ্র মানুষের মুখে ফুটলো হাসি। এই মহতী উদ্যোগ নিয়েছে সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকালে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ৫১ জন এতিম শিশুকে নতুন পোশাক, ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এছাড়া সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ১০০ জনকে ঈদের খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও গুঁড়া দুধ উপহার দেওয়া হয়।

শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ড. নূরুল আমীন জসিম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা ডায়াগনস্টিক মালিক সমিতির উপদেষ্টা ও সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হান্নান, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজা শামীম, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, শিশু তাহমিদ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, ভেড়ামারা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু এবং ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক নোমান জহির রাজা প্রমুখ।

ইএইচ