ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার রাজঘর গ্রামের শহীদ শাহাব উদ্দিনের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব হাজী সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার শহীদ শাহাব উদ্দিনের পরিবারের কাছে পৌঁছে দেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগের যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, শেখ মো. আজিমসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শহীদ শাহাব উদ্দিনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও দলের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিবারের জন্য দোয়া করতে অনুরোধ করেন।
ইএইচ