ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সকাল ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন, চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার, রুবেল হোসেন, কবির মাঝি, মো. ইউনুস এবং ফেরদৌস ওরফে হেজু।
কোস্টগার্ড জানায়, আটককৃত জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি করে আসছিলেন বলে কোস্টগার্ডের কাছে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার জব্দ করা হয়।
পরে আটককৃত জলদস্যু এবং জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ইএইচ