ভূঞাপুরে চেতনানাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৩:২৬ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে চেতনা নাশক ঔষধ খাইয়ে রাতের আঁধারে ঘরের টিন কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল চোরচক্র।

বুধবার দিবাগত রাতে উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় তাদের ঘরের আলমারি ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে যায় চোরেরা। তবে ভুক্তভোগীর দাবি, চেতনা নাশক বা নেশাজাতীয় দ্রব্য টিউবওয়েলের পানির সাথে মিশিয়ে তাদের খাওয়ানো হয়েছিল, যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়ে।

এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম।

ইএইচ