পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ এই বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে, এ সময় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
বুড়িমারী স্থলবন্দর (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন কর্তৃক সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে।
এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, পুলিশ ইমিগ্রেশন, বিজিবি কমান্ডার, ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, "বুড়িমারী স্থলবন্দর ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে।"
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, "বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।"
ইএইচ