চন্দ্রা ফুটওভার ব্রিজে আলো না থাকায় পথচারীদের আতঙ্ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৬:০৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ফুটওভার ব্রিজটি এখন পথচারীদের জন্য একটি ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে। রাতে ব্রিজটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা গভীর অন্ধকারে ঢেকে যায়। এতে পথচারীদের চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে এবং ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজে আলো জ্বলছে না। সন্ধ্যার পর থেকে ব্রিজটি ঘন অন্ধকারে ঢেকে যাওয়ায় অপরাধীরা সুযোগ গ্রহণ করছে। পথচারীরা জানান, প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দলবদ্ধ হয়ে পথচারীদের টার্গেট করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। বিশেষ করে সন্ধ্যার পর একা চলাচল করা নারী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।

ছিনতাই ও অপরাধের শিকার পথচারীদের অভিজ্ঞতা শেয়ার করে চন্দ্রা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “গত সপ্তাহে আমার এক আত্মীয় রাত ৯টার দিকে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ব্রিজে আলো না থাকায় কেউ কিছুই বুঝতে পারেনি। পরে স্থানীয়রা এসে তাকে সাহায্য করেন।”

স্থানীয় দোকানদার মনির হোসেন বলেন, “ফুটওভার ব্রিজের নিচেই আমার দোকান। প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সন্ধ্যার পর ব্রিজে অন্ধকার নেমে এলে অপরাধীরা ওঁৎ পেতে থাকে। পথচারীদের নিরাপত্তার জন্য এখানে পর্যাপ্ত আলো এবং পুলিশি টহলের ব্যবস্থা করা দরকার।”

ছিনতাই ছাড়াও, ব্রিজে আলো না থাকায় চলাচলের সময় পা ফঁসকে পড়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে। স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, “গত মাসে আমার এক বন্ধু ফুটওভার ব্রিজে ওঠার সময় পা পিছলে পড়ে আহত হয়েছিল। ব্রিজে কোনো আলো নেই, তাই রাতে চলাফেরা করাই ভয়ঙ্কর হয়ে উঠেছে।”

প্রশাসনের উদাসীনতা ও জনদাবি: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পথচারীরা দ্রুত ফুটওভার ব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় এক পথচারী বলেন, “ব্রিজে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়, তাহলে ছিনতাইয়ের মতো অপরাধ কমে যাবে। পাশাপাশি পুলিশের টহল বাড়ানো দরকার।”

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক কাউসার আহমেদ বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। দ্রুততম সময়ের মধ্যে ফুটওভার ব্রিজে আলো স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। নিরাপত্তা বাড়াতে ব্রিজ এলাকায় পুলিশি টহল জোরদার করা হবে।”

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইজ উদ্দিন বলেন, “ফুটওভার ব্রিজে ছিনতাই এবং নিরাপত্তা সমস্যার বিষয়ে আমরা অবগত। দ্রুতই এখানে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি ব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।”

ইএইচ