নরসিংদীতে ঈদে রঙিন জামা পেল পথ শিশুরা

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৪:৪৭ পিএম

নরসিংদীতে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে “আলোকিত নরসিংদী” নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে অর্ধশত সুবিধাবঞ্চিত পথ শিশুর মাঝে ঈদের রঙিন জামা বিতরণ করা হয়। নতুন জামা পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক এবং দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ।

আলোকিত নরসিংদীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা।

তারা বলেন, এই সংগঠনের মতো যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হবে।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, "ঈদের আনন্দ ভাগ করে নিতে আলোকিত নরসিংদী প্রতি বছর দুই ঈদে শহরের সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে উপহার বিতরণ করে থাকে। সমাজের এসব শিশুরা সবসময় দারিদ্র্যের বেড়াজালে আটকে থাকে। আশেপাশের সবাই যখন ঈদের আনন্দে মেতে ওঠে, তারা তখন সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ইএইচ