মাটিরাঙ্গায় তারেক রহমান ও ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৬:৫২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌর বিএনপির ব্যবস্থাপনায় এ উপহার বিতরণ করা হয়।

একই সঙ্গে ১৯৯৭ সালের ১৪ ডিসেম্বর পাহাড়ে শান্তিচুক্তি বাতিলের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহীদ রসুল ও শহীদ জাকিরের পরিবার এবং গুলিবিদ্ধ আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং অসুস্থদের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম, সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিবসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল—সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, বাদাম, কিসমিস, নুডলস ১ প্যাকেট ও নারকেল।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ওয়াদুদ ভূইয়ার নির্দেশনা অনুযায়ী আমরা অসহায় মানুষের ঘরে গিয়ে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। বিএনপি সব সময় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে। আগামী সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের সঙ্গে থেকে খাগড়াছড়ি আসনে প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।"

ইএইচ