বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। জেলা বিএনপি নেতারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে উৎকোচ বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি গঠন করেছেন। এমনকি তারা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বিএনপির কমিটিতে স্থান দিয়েছেন।
এছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি স্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান সেরনীয়াবাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি আবদুল হাদী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, জিয়া পরিষদের সভাপতি শেখ মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইএইচ