বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান। তাদের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিন।"
শনিবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদের শাসনামলে আহত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান। নির্বাচন নিয়ে ফ্যাসিবাদী শাসন ১৫ বছর পার করেছে শেখ হাসিনা। নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।"
বিএনপির নেতা দুলু আরও বলেন, "আমরা চেয়েছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের জন্য আমরা রাস্তায় নামিনি। এ দেশের ছাত্র সমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো, স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়বো।"
দুলু আরও বলেন, "কাল যে অস্ত্র পুকুরে পাওয়া গেছে, তা নাটোরের সন্ত্রাসী শিমুলের। এই অস্ত্র দিয়ে শিমুল নাটোরের বিএনপির নেতাদের গুলি করেছে এবং তাদের ওপর হামলা করেছে। পুলিশ সেই অস্ত্র উদ্ধার করেছে।"
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
ইএইচ