আখাউড়ায় ৩ ডাকাত গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে তিনজন ডাকাত গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নয়াদিল ও জাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে আখাউড়া থানা পুলিশ উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল ও জাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে। 
এসময় ওবায়েদুল হক ভুট্টু (৩৫), রফিক মিয়া (৩৭) ও মো: টিপু মিয়া (২৭) নামে ডাকাত দলের তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ নানা অপরাধের মামলা রয়েছে বলেও তিনি জানান।

বিআরইউ