বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেছেন, হাসপাতালে রোগীদের দালাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দালালদের পাশাপাশি দালাল প্রেরণকারী ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে বেসরকারি ল্যাবগুলোকে অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনে পরিচালিত হতে হবে।
তিনি বলেন, “সরকারি হাসপাতালে উন্নতি হলে বেসরকারি ল্যাবগুলোরও উন্নতি হবে। এতে প্রতিযোগিতা বাড়বে এবং রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাবেন।”
শনিবার হাসপাতালের সামনের বান্দ রোডে অবস্থিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব মালিক ও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব ছাড়া স্বাস্থ্য উন্নয়ন সম্ভব নয়। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কল্যাণকর কাজে তার সহযোগিতা থাকবে, তবে অকল্যাণকর কার্যক্রমের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান গ্রহণ করবেন।
ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, দালালমুক্তভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। রক্ত সংগ্রহের জন্য সনদধারী টেকনিশিয়ান থাকতে হবে। কিশোর-কিশোরী, অশিক্ষিত বা উচ্ছৃঙ্খল কাউকে ল্যাবের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। তিনি সকলকে নির্দিষ্ট নিয়ম মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অনুরোধ জানান।
সকাল ১১টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সেমিনারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের দিকনির্দেশনামূলক বক্তব্যকে স্বাগত জানিয়ে একমত পোষণ করেন ২৫টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা।
ইএইচ