ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে নেওয়া হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার বেলা ১২টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু বিস্ফোরক আইনে ঝালকাঠি সদর থানায় মামলা করেন। তদন্তের ভিত্তিতে ওই মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি অনিমকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে অনিমকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।"
ইএইচ