গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ঈদ সামগ্রী ও স্বাস্থ্য কার্ড বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৭:৫৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা মিলনায়তনে ১৮ জন আহত ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী এবং ৫ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।

এ সময় মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান সিদ্দিকী, জুবায়েদ ইসলাম নিঝুম, আজমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, “আহতদের মধ্যে ৫ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি আহতদেরও স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। সরকারি নিয়ম-কানুনের মধ্যে থেকে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এমন উদ্যোগ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আমরা চাই, ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক।”

ইএইচ