চৌগাছায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:০৬ পিএম

যশোরের চৌগাছায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সরোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের মাওলানা গোলাম মোরশেদ। প্রধান আলোচক ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমরান হুসাইন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক মাস্টার রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন।

এছাড়া বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম, সাংবাদিক এম এ রহিম, এম এ মান্নান, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান ও মহিউদ্দিন প্রমুখ।

পরে ইফতার মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইএইচ