দেলদুয়ারে একদিন আগেই সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১২:৫৭ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন একটি গ্রামের একাংশ মানুষ।

রোববার সকাল ৮টায় উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের স্থানীয় মসজিদের মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইমাম মোহাম্মদ এরশাদ মাহমুদ এর ইমামতিতে ২ শতাধিক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা ভ্রাতৃত্বের প্রকাশ ঘটাতে একে অপরের সাথে আলিঙ্গন করেন।

তিনি জানান, "২০১২ সাল থেকে এক যুগেরও বেশি সময় ধরে সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে রোজা এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছে শশীনাড়া গ্রামের বাসিন্দাদের একাংশ।"

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। উপস্থিত মুসল্লীরা সৌদির সঙ্গে তাল মিলিয়ে নামাজ আদায় এবং ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। নামাজ শেষে সকল মুসল্লিরা একত্রে বসে মিষ্টান্ন ও মাংস খিচুড়ি পরিবেশন করেন।

ইএইচ