ঈদকে সামনে রেখে কয়েক দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাজারে মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মুরগির বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি দেখা গেছে, যা নিয়ে ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
রোববার আখাউড়া পৌরসভার সড়ক বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুরগির দাম বেড়ে গেছে।
ব্রয়লার মুরগি ১৮০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী ও লাল মুরগি কেজিতে ১০০ টাকা বেড়ে ৪০০ টাকা হয়েছে। দেশি মুরগি ৫৫০ টাকা থেকে ১৫০ টাকা বেড়ে ৭৫০ টাকা হয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০০ টাকায়।
ক্রেতারা জানান, গত তিনদিনের ব্যবধানে মুরগির দাম কেজিতে ৭০ থেকে ১০০ টাকা বেড়েছে, আর গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের মাত্র একদিন বাকি থাকায় বাজারে মাংসের চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফলে চাহিদা বৃদ্ধির কারণে দামও বেড়ে গেছে।
এক মুরগি ব্যবসায়ী জানান, সব ধরনের মুরগির দাম বেড়েছে। তিনি বলেন, "আগে যে দামে বিক্রি করতাম, এখন সে দামে কিনতেই পারছি না।"
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাঁজালা পারভিন রুহি জানান, উপজেলার সড়ক বাজারে মুরগি ও মাংসের বাজার মনিটরিং করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস ও মুরগি বিক্রির অভিযোগে চারজন ব্যবসায়ীকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইএইচ