সিএসডির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১০:৫১ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (সিএসডি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিএসডি চেয়ারম্যান মো. আনিসুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক টুটন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা সংগঠনের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইএইচ