মান্দায় গণধর্ষণের মামলায় আটক ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৯:৪১ পিএম

নওগাঁর মান্দায় গণধর্ষণের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ছোটবেলালদহ গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে রফিকুল ইসলাম (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৯), বিজয়পুর গ্রামের মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) এবং একই গ্রামের রেজাউল করিমের ছেলে স্বাধীন (২৮)।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ভিকটিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার চার আসামিকে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ