ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দুই যুবক মোটরসাইকেলে করে বেড়াতে গিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- কাহালগাঁও মক্তবপাড়ার আজাহার উদ্দিনের ছেলে আশিকুল হক (১৮) এবং একই এলাকার আকরাম হোসেনের ছেলে মিনহাজ (১৬)।
আহত জিহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার টাঙ্গাইলের সখিপুর-কুতুবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম।
এলাকাবাসী জানান, ঈদের নামাজ শেষে ১০-১২টি মোটরসাইকেলের বহর নিয়ে তারা বেড়াতে যান। দুপুর ১টার দিকে সখিপুরের দিকে যাওয়ার পথে কুতুবপুর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এক মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুইজন নিহত হন। মোটরসাইকেল চালক মারাত্মক আহত হন।
এনায়েতপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, নিহতদের লাশের জানাজার আয়োজন চলছে। আহত জিহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইএইচ