ঈদের দিনে দুই শহীদ পরিবারের খোঁজ নিলেন বিভাগীয় কমিশনার

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১২:১১ পিএম

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুই শহীদ পরিবারের জন্য এবারের ঈদ ছিল আনন্দহীন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের অনুপস্থিতি ঈদের উৎসবকে ম্লান করে দেয়।

তবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের সান্ত্বনা দিতে, পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার তাদের বাড়িতে ছুটে যান।

সোমবার ঈদের দিন সকালে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে শহীদ আরিফুর রহমান রাসেল ও শহীদ শাওন শিকদারের পরিবারের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।

এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি জানান, যেকোনো পরিস্থিতিতে উপজেলা ও জেলা প্রশাসন তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

শহীদ পরিবারের সদস্যরা বলেন, "ঈদের দিনে কমিশনার স্যার আমাদের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন, এতে আমরা খুব খুশি। আমরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ এবং আরও সহায়তার আশা করি।"

বিভাগীয় কমিশনার বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের গর্বের বিষয়। শহীদ আরিফুর রহমান রাসেল ও শহীদ শাওন শিকদারের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বিভাগীয় ও জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।"

ইএইচ